Posts

তারেক রহমান

দূর আকাশে ভেসে আসে , মাটির টান ডাকছে তাকে , চোখ ভরা স্বপ্ন নিয়ে , আসবে আবার বাংলার বুকে প্রতিটি প্রাণে - প্রতিটি কন্ঠে - একই সুরে এক নাম -- তারেক রহমান তোমায় চায় এই দেশেরই প্রতিটি প্রাণ ।।   প্রতীক্ষার এই দীর্ঘ রাতে , ভোরের আলো দাও তুমি , বাংলার মাটি ডাকছে তোমায় , ফিরবে প্রিয়জন তুমি। হাজার কণ্ঠেতে এই গান , তাইতো ওঠে ধ্বনি , তোমার অপেক্ষায় অধীর আজ বাংলাদেশের জনগণ ।।   তোমার নামে জাগে আশা , তুমি আপন শোষিতের নতুন আশায় বুক ভরেছ নিপীড়িত মানুষের। আসবে তুমি , আলো হয়ে বাংলার পথে পথে। হৃদয়ের টানে , স্বপ্ন জাগায় আশার শিখা অনির্বাণ ।।     কথাঃ কামরুল আহসান রুমী

বিন্দু মাসী বিন্দু মাসী

 বিন্দু মাসী বিন্দু মাসী সিন্ধু সম করছো চুরি আত্মীয় আর স্বজন নিয়া বাড়াইছ নিজের /নিজেদের ভুরি।। আকাশ পাতাল দশটি দিকের যেদিক পান চাই তোমার বাপের ছবি ছাড়া আর কি কেউ নাই?। (৩ বার) বল আর কি ………… নাই। ঘাট খাইছো হাট খাইছো খাইছো মোদের বাড়ি তোমার সঙ্গে আড়ি মাসি তোমার সঙ্গে আড়ি।। এমন ভুল আর কইরো গো থাকবে না কেউ  সঙ্গে  খেপলে মানুষ পারবা না আর থাকিতে এই বঙ্গে। তুমি …… বঙ্গে। সব ছারিয়া যাইতে হবে মনে রাখিয়ো তাই। দেখবা তখন চারিপাশে বন্ধু কেউ নাই।। কথাঃ নিয়াজ মাহমুদ চন্দ্রদ্বীপ 

কি করে বোঝাই তোমাকে (অমিতা)

 কি করে বোঝাই; কত ভালোবাসি তোমাকে   কাছে এলে মনে হয়  - ছুঁয়ে গেছি এ হৃদয়   দূরে গেলে দুই চোখে, জল আসে দুখে ॥ তোমায় না পেলে কাটে না প্রহর   রাত্রি হয় না ভোর,   একদিন বিরহে মনে না সয়ে   পার হয় যেন বছর।   জানি আমি আনমনে, গুনগুন গানে গানে   ভাবো তুমি শুধু আমাকেই॥ তোমার ফেরার অপেক্ষাতে   ফুল ফোটে সুবাস ছড়ায়   রঙিন ফুলের মোহে মায়ায়   ভ্রমর ভুলোমনে হারায়।   কেউ বলে কানে কানে, মন ছুটে মন পানে   ভালোবাসি শুধু তোমাকে॥

যদি দাও তুমি মোরে দেখতে তোমার

 যদি দাও তুমি মোরে দেখতে তোমার ছোট্ট একটি তিল তিল তিল করে খুলে দেবো আমি  সব দুয়ারের খিল।। শোনো শোনো তুমি আমার কথাটি দূরে সরে যেয়ো নাকো যেখানেই যাও শুধু শুনে নাও আমার কাছেই থাকো। তোমার মনের সাথেই হবে আমার প্রেমের মিল।। --প্রাসাদ চাইনি প্রসাদ চাইনি চেয়েছি একটি কথা শুনলেনা তুমি বুঝলেনা তুমি দিয়ে গেলে শুধু ব্যাথা। শোনো শোন তুমি আবার বলছি আমার কথাটি শোনো যদি ফিরে আসো যদি ভালোবাসো ফিরাবোনা আমি যেনো। আমার প্রেমের সাথেই করবো তোমার মনের মিল।। কথা: মুরাদ আহম্মেদ

প্রেম কাননে ফুল ফুটিলে

প্রেম কাননে ফুল ফুটিলে জাগে মনে আশা, ফুলে ফুলে আশায় আশায় বাঁধে ভালোবাসা।। মনের সাথে মন মিলছে তাই - হবো চির সাথী, আকাশ বাতাস স্বাক্ষী রবে- জ্বলবে প্রেমের বাতি। স্বপ্নের জীবন গড়ব যে তাই দু' নয়নের ভাষা।। তোমার আমার ভালবাসা থাকবে অমর হয়ে, প্রবহমান নদী যেমন চলে আপন বয়ে। পরম সুখে রাখব তোমায় এই মনেরই আশা।। আধুনিক গীতিকার - আলমগীর হোসেন ১/১/২৫ ইং

বরিশাল বেতারের ২১ ফেব্রুয়ারী ২০২৫ এর ছোটদের গীতি নকশা।

  বাংলাদেশ  বেতার বরিশাল আর্জাতিক মাতৃাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে গীতিনকশা 'একুশ আমার প্রাণ' গ্রন্থনা ও গীত রচনাঃ শেখ কামননাহার কাদির সুর ও সংঙ্গীতপরিচালনাঃ মোঃ জহুরুল হাসান তালুকদার       ১.গান একুশ আমার প্রাণ মায়ের ভাষায় মনের কথা - পরিচয়, সম্মান।   জন্ম থেকেই মায়ের মুখে শুনে নানান বুলি সেই ভাষাতে ই কান্না হাসি বাঁচি প্রাণটা খুলি। গলা  ছেড়ে সবাই মিলে গাইযে মধুর গান।।   মাঠের চাষী,নায়ের মাঝি সবাই কথায়, কাজে মায়ের ভাষায় জুড়ায় প্রান সকাল দুপুর সাঁঝে দূরে গেলেও জুড়ে থাকে বাংলা ভাষার টান।।   ২.গান মায়ের ভাষার মান বাঁচাতে সেই যে ভাইয়া গেল ফিরে এলো যে যার ঘরে ভাইয়া নাতো এলো।।   ছেলের শোকে মায়ের বুকে বড়ো ব্যথার ভার সবাই করে ভাইয়ের গর্ব ভাই তো নাই আমার। ভাষার জন্যে করতে লড়াই ভাইয়ের প্রাণটা গেলো।   রাত পোহালেই দলে দলে কত মানুষ আসে ফুলে ফুলে সমাধি ছায় শ্রদ্ধা, ভালবেসে 'শহিদ' নামের মর্যাদা আজ আমার ভাইয়া পেলো   ৩. গান ভাষার জন্যে যারা দিয়ে গেলো প্রাণ ...

দেখলে পরে তোমারই মুখ

দেখলে পরে তোমারই মুখ,  মনে জাগে এক অজানা সুখ,  তোমাকে শুধু পাশেতেই চাই,  তুমি ছাড়া যেন আর কিছু নাই। তুমি ছাড়া সবই শূন্য লাগে,  আঁধারে তে মন দেয় ডুব,  না দেখলে তোমায় দিন কাটে না,  একা লাগে খুব।। তুমি যখন থাকো কাছে, হাজার রঙে মনটা সাজে, বৃষ্টির শেষে রংধনুটা, যেমন থাকে নীলের মাঝে।। তোমায় ছুঁয়ে বাতাস এসে মনটাকে যে দেয় উড়িয়ে,  অজানা পরশে ভেসে, কোথায় যেনো যায় হারিয়ে।। গীতিকার:  আরিফ হোসেন বাবু