গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ
নারীর ক্ষমতায়ন: দেশের উন্নয়নে আজ নারীরা নেই আর পিছিয়ে সকল পেশায় নারীরা আছে সমাজে মাথা উচিয়ে ।। বিচারক থেকে শুরু করে পুলিশ আনসার বাহিনী সকল পেশায় নারী আছে আমরা সবই জানি শিক্ষা কিংবা রাজনীতিতে নারীরাও আজ এগিয়ে।। নারী সমাজের ক্ষমতায়ন সুদৃঢ় করেছে এ সরকার পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে তাই বেড়েছে নারীর কদর সমান তালে পুরুষের সাথে চলছে ব্যবধান ঘুচিয়ে।। গীতিকার: সজীব আহমেদ শিল্পী: মৈত্রি ঘরাই দুর্নীতি দমন বিষয়ক গান: সুন্দর সুষ্ঠ গড়তে সমাজ আর নয় দুর্নীতি আর নয় সততাই হোক মূল মন্ত্র ডিজিটাল দেশ গড়ায়।। অফিস আদালত সকল ক্ষেত্রে চাই দুর্নীতিমুক্ত প্রশাসন শিক্ষা স্বাস্থ্য আইন আদালতে থাকবেনা দুর্নীতির কোন স্থান সততাই হোক মূল মন্ত্র, ডিজিটাল দেশ গড়ায়।। দুর্নীতিতে জিরেটলারেন্সে প্রধান মন্ত্রীর অবস্থান দুর্নীতিবাজদের বয়কট করে প্রতিষ্ঠা করি সুশাসন সততাই হোক মূল মন্ত্র, ডিজিটাল দেশ গড়ায়।। গীতিকার: সজীব আহমেদ শিল্পী: মৈত্রি ঘরাই নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহ: প্রধানমন্ত্রীর মহা উদ্যোগ প্রতিটি ঘরে জ্বলবে আলো বিদুৎ...
Comments
Post a Comment