তারেক রহমান

দূর আকাশে ভেসে আসে,
মাটির টান ডাকছে তাকে,
চোখ ভরা স্বপ্ন নিয়ে,
আসবে আবার বাংলার বুকে
প্রতিটি প্রাণে-
প্রতিটি কন্ঠে-
একই সুরে এক নাম--
তারেক রহমান
তোমায় চায় এই দেশেরই প্রতিটি প্রাণ।।
 
প্রতীক্ষার এই দীর্ঘ রাতে,
ভোরের আলো দাও তুমি,
বাংলার মাটি ডাকছে তোমায়,
ফিরবে প্রিয়জন তুমি।
হাজার কণ্ঠেতে এই গান,
তাইতো ওঠে ধ্বনি,
তোমার অপেক্ষায় অধীর আজ
বাংলাদেশের জনগণ।।
 
তোমার নামে জাগে আশা,
তুমি আপন শোষিতের
নতুন আশায় বুক ভরেছ
নিপীড়িত মানুষের।
আসবে তুমি, আলো হয়ে
বাংলার পথে পথে।
হৃদয়ের টানে, স্বপ্ন জাগায়
আশার শিখা অনির্বাণ।।
 
 
কথাঃ কামরুল আহসান রুমী


Comments

Popular posts from this blog

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান