৭ মার্চ ২০২৪
গীতি নকশা: মুক্তির জয়গান
গ্রন্থনা ও গীত রচনা: পার্থ সারথি
সুর ও সংগীতায়োজন: মো: জহুরুল হাসান তালুকদার
বানী: ২২/০২/২০২৪
প্রচার: ০৭/০৩/২০২৪ সকাল ৮.৩০ মি:
স্থিতি: ৩০ মি:
শিল্পী: তারিকুল ইসলাম, শেখ নাছের জামাল, কমল ঘোষ, দেলোয়ারা
ইনু, সুবর্না সেতু সাহা, রিয়া বর্মন।
১.
বাংলা বাঙালী বাংলাদেশের যদি খোজ ইতিহাস
দেখবে সেখানে জ্বলজ্বল করে দুর্বার সাতই মার্চ
সাতই মার্চের প্রথম ঘোষনা বজ্রকন্ঠে আসে
বাঙালী সেদিন মিছিলে সামিল মুক্তির উল্লাসে
একস্বরে তারা একসুরে বলে আর রবোনাকো দাস।।
হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালী মুজিবুর রহমান
বাঙালী জাতির মুক্তির লাগি স্বীয় তেজে বলিয়ান
বাঙালী হৃদয়ে আঁকা আছে তার বর্ণিল উদ্ভাস।।
২.
একাত্তরের সাতই মার্চের কবি মুজিবর তুমি
তোমার দেখানো পথেই করেছি স্বাধীন জন্মভূমি।।
স্বপ্ন দ্রষ্টা তুমি এদেশের তুমি এ জাতির পিতা
তোমার জন্য পেয়েছি পতাকা তুমি বাঙালীর মিতা
এই বাংলায় মিশে আছো তাই তুমি শুধু তুমি তুমি।।
তুমি শুনিয়েছো অমর কবিতা জয় বাংলার গান
সেই গান হলো দৃপ্ত শপথ দুর্জয় সে স্লোগান
তুমি বাংলার শ্রেষ্ঠসে বীর ভুলবোনা কোনদিনই।।
৩.
একটি ডাকেই লক্ষ জনতা নেমে আসে রাজপথে
মিছিলে মিছিলে মুখর সে পথ মুক্তি-লাল শপথে।।
কলের শ্রমিক, মজুর কিষাণ কামার কুমার ও জেলে
রেসকোর্স ময়দানে ছুটে আসে সব কাজ তার ফেলে
বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষে বাঙালীর সম্মতে।।
সেদিনের সেই ডাকে ছিলো এক দুর্দমনীয় বোধ
সেই ডাকে তাই তৈরি সবাই নিতে হবে প্রতিশোধ।
মুক্তিযুদ্ধে সামিল সবাই নিজ নিজ হিম্মতে।।
৪.
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই হল দৃপ্ত স্লোগান
এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম বাঙালির সমবেত গান।।
এ স্লোগান দিয়েছিলো দৃপ্ত সাহস এ স্লোগান বাঙালীর মান
এ স্লোগান এনে দেয় বিশ্ব সভায় বাংলাদেশের সম্মান
এ স্লোগান বাঙালীর মুক্তির গান গণজাগরণের উত্থান।।
এক তর্জনী ওঠে উর্ধ্বাকাশে বজ্রকন্ঠে ঘোষে বানী
সেই তর্জনী দেয় মুক্তির দিশা স্বাধীনতা দেয় ঠিক আনি
বঙ্গবন্ধু প্রিয় মহান সে বীর মনে রাখি তাঁর অবদান।।
৫.
ফাগুনে সেদিন আগুন ছিলো গো রেসকোর্স ময়দানে।
কবি শোনালেন অমর কবিতা মুক্তির জয়গানে।।
মার্চের ডাক ডিসেম্বরেই শেষ হয় নয় মাসে
বাংলাদেশের স্বাধীন সূর্য হেসে ওঠে পুবাকাশে
আকাশ বাতাস সবুজ বনানী হৃদয় দিয়েই জানে।।
সোনার বাংলা গড়ার স্বপ্ন এই কবিতায় পাই
সেই স্বপ্ন ছড়ায় আজকে মেয়ে তাঁর হাসিনা’ই
মুজিবের সাধ হাসিনা ছড়ায় মুক্তির জয়গানে।
গীতি নকশা: মুক্তির জয়গান
গ্রন্থনা ও গীত রচনা: পার্থ সারথি
সুর ও সংগীতায়োজন: মো: জহুরুল হাসান তালুকদার
বানী: ২২/০২/২০২৪
প্রচার: ০৭/০৩/২০২৪ সকাল ৮.৩০ মি:
স্থিতি: ৩০ মি:
শিল্পী: তারিকুল ইসলাম, শেখ নাছের জামাল, কমল ঘোষ, দেলোয়ারা
ইনু, সুবর্না সেতু সাহা, রিয়া বর্মন।
১.
বাংলা বাঙালী বাংলাদেশের যদি খোজ ইতিহাস
দেখবে সেখানে জ্বলজ্বল করে দুর্বার সাতই মার্চ
সাতই মার্চের প্রথম ঘোষনা বজ্রকন্ঠে আসে
বাঙালী সেদিন মিছিলে সামিল মুক্তির উল্লাসে
একস্বরে তারা একসুরে বলে আর রবোনাকো দাস।।
হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালী মুজিবুর রহমান
বাঙালী জাতির মুক্তির লাগি স্বীয় তেজে বলিয়ান
বাঙালী হৃদয়ে আঁকা আছে তার বর্ণিল উদ্ভাস।।
২.
একাত্তরের সাতই মার্চের কবি মুজিবর তুমি
তোমার দেখানো পথেই করেছি স্বাধীন জন্মভূমি।।
স্বপ্ন দ্রষ্টা তুমি এদেশের তুমি এ জাতির পিতা
তোমার জন্য পেয়েছি পতাকা তুমি বাঙালীর মিতা
এই বাংলায় মিশে আছো তাই তুমি শুধু তুমি তুমি।।
তুমি শুনিয়েছো অমর কবিতা জয় বাংলার গান
সেই গান হলো দৃপ্ত শপথ দুর্জয় সে স্লোগান
তুমি বাংলার শ্রেষ্ঠসে বীর ভুলবোনা কোনদিনই।।
৩.
একটি ডাকেই লক্ষ জনতা নেমে আসে রাজপথে
মিছিলে মিছিলে মুখর সে পথ মুক্তি-লাল শপথে।।
কলের শ্রমিক, মজুর কিষাণ কামার কুমার ও জেলে
রেসকোর্স ময়দানে ছুটে আসে সব কাজ তার ফেলে
বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষে বাঙালীর সম্মতে।।
সেদিনের সেই ডাকে ছিলো এক দুর্দমনীয় বোধ
সেই ডাকে তাই তৈরি সবাই নিতে হবে প্রতিশোধ।
মুক্তিযুদ্ধে সামিল সবাই নিজ নিজ হিম্মতে।।
৪.
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই হল দৃপ্ত স্লোগান
এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম বাঙালির সমবেত গান।।
এ স্লোগান দিয়েছিলো দৃপ্ত সাহস এ স্লোগান বাঙালীর মান
এ স্লোগান এনে দেয় বিশ্ব সভায় বাংলাদেশের সম্মান
এ স্লোগান বাঙালীর মুক্তির গান গণজাগরণের উত্থান।।
এক তর্জনী ওঠে উর্ধ্বাকাশে বজ্রকন্ঠে ঘোষে বানী
সেই তর্জনী দেয় মুক্তির দিশা স্বাধীনতা দেয় ঠিক আনি
বঙ্গবন্ধু প্রিয় মহান সে বীর মনে রাখি তাঁর অবদান।।
৫.
ফাগুনে সেদিন আগুন ছিলো গো রেসকোর্স ময়দানে।
কবি শোনালেন অমর কবিতা মুক্তির জয়গানে।।
মার্চের ডাক ডিসেম্বরেই শেষ হয় নয় মাসে
বাংলাদেশের স্বাধীন সূর্য হেসে ওঠে পুবাকাশে
আকাশ বাতাস সবুজ বনানী হৃদয় দিয়েই জানে।।
সোনার বাংলা গড়ার স্বপ্ন এই কবিতায় পাই
সেই স্বপ্ন ছড়ায় আজকে মেয়ে তাঁর হাসিনা’ই
মুজিবের সাধ হাসিনা ছড়ায় মুক্তির জয়গানে।
Comments
Post a Comment