শেখ কামাল স্মরনে গান (বরিশাল বেতার)

 

তারুন্যের অহংকার শেখ কামাল

তুমি আছো এ হৃদয়ে

ক্রীড়াঙ্গনে ছড়িয়েছো আলো

উজ্জ্বল তারকা হয়ে।।

 

বাঙালি সংস্কৃতি চর্চায় 

তোমার রয়েছে অনেক অবদান

অংশ নিয়েছো মুক্তিযুদ্ধে

দেশের হে বীর সন্তান

যুব সমাজের মনের মাঝে

আছো প্রেরণা হয়ে।।

 

জাতির পিতার মহান আদর্শ

ছিলো তোমারই মাঝে

তাঁর প্রমান রেখেছো ‍তুমি

তোমার সকল কাজে।

দেশবাসীর মনে চিরকাল

রবে অমর হয়ে।।

 

কথা: রবীন্দ্রনাথ মন্ডল
সুর: মোঃ জহুরুল হাসান তালুকদার
শিল্পী: সজীব আহম্মেদ ও অমিতা ঘোষ।

রেকর্ডিং: 24/07/2022

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান