Posts

Showing posts from March, 2022

বেতার পহেলা বৈশাখ ২০২২

নতুনেরি গাহি জয়গান   ১নং গান আজ নতুনেরই গাহি জয়গান ঘরে ঘরে নববর্ষের আহ্বান আজ খুশিতে মাতোয়ারা প্রাণ।।   আকাশে বাতাসে তারই ধ্বনি  হৃদয়ে হৃদয়ে ডাক শুনি সারাদেশে তারই জয়গান খুশিতে মাতোয়ারা এই প্রাণ।।   নববর্ষের দোলা জাগে মনে সেই আহ্বান সকলেরই প্রাণে যেন আজ বুক ভরা গান খুশিতে মাতোয়ারা এই প্রাণ।।   ২ নং গান   খাজনা দেবার রেওয়াজ থেকে নববর্ষ আসে পূণ্যাহের ঐ নিয়ম ভেঙে মৈত্রী গড়ে ওঠে।   নববর্ষের উৎসবেতে আজ ভিন্ন কেহ নয় সকল ধর্ম সকল গোত্র একই কথা কয় সব আঁধার আজ দূরে ঠেলে ফুল হয়ে ফোটে।।   শুভেচ্ছাতে সকাল বেলায় ভরে সবার মন প্রার্থনা আর আনন্দতে সবাই আপন জন সব আঁধার আজ দূরে ঠেলে ফুল হয়ে ফোটে।।   ৩ নং গান। আজ মনটা খুশি নববর্ষে অনেক কিছু চাই প্রাণে প্রাণে মিলবো সবে আর তো কিছু নাই।   খুব সকালে সবাই যাবো প্রাণের মিছিলে তালের পাখা,হাতি,ঘোড়া মুঠোয় বাতাসা নিয়ে হাতের ভেতর হাতটি রেখে বাঙালি হতে চাই।।   গানে গানে রঙিন হয়ে সবার কাছে যাবো পান্তা, ইলিশ,ভর্তা, পিঠা খুশি মনে খাবো হাতের ভেতর হাতটি রেখে বাঙালি হতে চাই।।   ৪ নং গান...

তোমার জন্ম গোপাল গঞ্জের কাছে টুঙ্গিপাড়ায়

  তোমার জন্ম গোপাল গঞ্জের কাছে টুঙ্গিপাড়ায় ছায়ায় ঢাকা পাখি ডাকা সবুজের বনছায়।।   গ্রামের লোকের সুখে দুঃখে তুমি পাশে ছিলে সেই এলাকার লোকজনকে আপন করে নিলে ধীরে ধীরে পরিণত হলে বড় নেতায়।।   তুমি জন্মেছিলে বলে আমরা স্বাধীন হলাম তোমার তরে মুক্ত স্বাধীন বাংলাদেশ পেলাম মুক্তিযুদ্ধ চলেছিল তোমার নির্দেশনায়।। x