আজ শেখ রাসেলের জন্মদিন তার শুভ জন্মদিন

 

আজ শেখ রাসেলের জন্মদিন তার শুভ জন্মদিন

এমন দিনে বাংলাজুড়ে আনন্দ সীমাহীন।।

 

রাসেল ছিলো বাবা মায়ের কনিষ্ঠ সন্তান

আদর স্নেহে বেড়ে ওঠে কচি কাঁচা প্রান

ইতিহাসে নামটি তাহার অক্ষয় অমলিন।।

 

বঙ্গবন্ধুর চোখের মনি মায়ের বুকের ধন

ভাই ও বোনের ভালোবাসায় সিক্ত তার জীবন

শহর বন্দর গ্রামে গঞ্জে বাজে খুশীর বীণ।।

 

বঙ্গবন্ধু শেখ রাসেল কে খুব আদর করতেন

অবসরে তাহার সাথে সময় কাটাতেন।

তাকে ঘিরে পরিবারে দিন কাটতো রঙ্গিন।।

 

কথা: সিকদার মো: নাসিরউদ্দীন

সুর: মোঃ জহুরুল হাসান তালুকদার।।

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান