করোনা ভাইরাস সচেতনতার দুটি গান

 ১.
ছুঁয়োনা ছুঁয়োনা হাতে নাক, মুখ, চোখ কান যখন তখন
বেড়ে যেতে পারে খুব করোনা ভাইরাস সংক্রমণ
বারে বারে হাত ধোয়া নিরাপদ করবে জীবন।।।
 
সাবান দিয়ে কুড়ি সেকেন্ড হাত ধুতে হবে
সারাদিন ক্ষনে ক্ষনে অভ্যেস করতে হবে।
ভুলেও করবেনা কেউ আলিঙ্গন বা করমর্দন।।
 
হাতে কাজ করেই সবার খাবার যোগাড় হয়
সেই হাতের মাধ্যমে রোগের জীবানু ছড়ায়।
 
নোংরা ময়লা হাতে কোভিড ছড়ায় জনে জনে
হাত দুখানা শুদ্ধ রাখতে হবে সচেতনে
রুখতে কোভিড করতে হবে সেনিটাইজেশন।।
 
কথাঃ ড. গোকুল চন্দ্র বিশ্বাস

 
২.
অতিমারি করোনা কেউ ভুল কোরোনা
সচেতনে মেনে চলো স্বাস্থ্য বিধান
নেজেকে সুরক্ষিত রাখাটাই কাংখিত
প্রধাণমন্ত্রী শেখ হাসিনার আহবান।
বিশ্বস্বাস্থ্য সংস্থার আহবান।।
 
হাঁচি কাশি দিতে হবে শিষ্টাচারে
সামাজিক দুরত্ব মান্য করে
স্যানিটাইজেশন ভাইরাস দমনে
হবে মুশকিল অবসান।
 
উষ্ণ পানিতে গড়গড়া প্রতিদিন
খেতে হবে ভিটামিন সি ও প্রোটিন
মাস্ক পরিধানে নয় কোন গাফেলতি
পিপিইতে বাঁধা দেবে জীবানুর গতি
ভয়ে ভীত না হয়ে, গণভীড় এড়িয়ে
নিজেকে সুস্থ্য রেখে অপরে বাঁচান।।
 
কথাঃ ড. গোকুল চন্দ্র বিশ্বাস

 
 

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান