বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান (শিল্পকলার রেকর্ডিং)

 বঙ্গবন্ধু তুমি আমাদের সকলের প্রিয় নেতা।
আমরা তোমাকে স্মরণে রেখেছি ভুলিনি তোমার কথা।।
 
বাঙালির প্রাণে জাগালে চেতনা,
মুক্তি যুদ্ধে দিয়েছ প্রেরণা
মহান ত্যাগের স্বীকৃতি
পেয়েছ বাঙালি জাতির পিতা।।
তোমার আদেশে বাঙালি জেগেছে
বাংলাদেশকে স্বাধীন করেছে
মরমে মরমে তুমি বুঝেছিলে
পরাধীনতার ব্যথা।।
 
বাঙালি হৃদয়ে পেলে তুমি ঠাই
হাজারো সালাম তোমাকে জানাই
তুমি নির্ভীক কালজয়ী বীর মুক্ত স্বাধীন চেতা।।
 
কথা: সিকদার মোঃ নাসিরুদ্দিন
 
তুমি জন্মেছিলে বলে এ দেশ স্বাধীন হলো,
বাংলাদেশ নামে নতুন দেশ বিশ্বে জন্ম নিলো।।
 
দেশকে মনেপ্রাণে তুমি ভালো বেসেছিলে
অবশেষে দেশের তরে জীবন দিয়ে দিলে
দেশের দশের কথা ভেবে সারা জীবন গেল।।
 
ন্যায্য দাবী আদায় করতে লড়েছ জীবন ভর,
অন্যায়ের বিরুদ্ধে ছিলে তীব্র কন্ঠস্বর
জেল জুলুম ছাড়াও জীবন নাশের হুমকি এলো।।

কথা: সিকদার মোঃ নাসিরুদ্দিন

D#
জাতির জনক মুজিব তুমি  বাঙ্গালীর ধ্রুবতারা
তুমি যে মুক্তির দিশারী তাইতো এজাতি
মরুপথে কভু হয়নি তো পথ হারা।।
 
তুমিয়ে বাঁধ ভাঙ্গা নদীর দুরন্ত গতি
আঁধারের মাঝে দীপ্ত আলোক জ্যোতি
দুর্গম পথে যেন এক উচ্ছল ঝর্ণাধারা।।
 
তুমিযে অমর কবি
রক্ত আখরে লিখে গেছো নাম
এঁকেছো দেশের ছবি।
 
তুমি যে সিন্ধুর গর্জন আগ্নেয়গিড়ি
মুক্তি এনেছো আঁধারের বৃন্ত ছিঁড়ি
চেতনায় তুমি দিয়েছো যে নাড়া
এনেছো ফলগুধারা।।
 
কথা: পংকজ কুমার কর্মকার

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান