17 March, Bangabandhu

তোমার জন্মদিনে, নিজকে নেবোই চিনে
আত্মশুদ্ধ হবো থির শপথে
ঘুচবে মনের কালে, স্বদেশ প্রেমের আলো
উঠবে জ্বলে চির সত্য মতে।।

বঙ্গবন্ধু হয়ে এসেছো শ্যামল ছায়ে
বাংলা মায়ের কোলে বীর সন্তান।
শান্তি প্রিয় এই দেশের মানুষকেই
জাগিয়ে দিতে নিজে দিয়ে গেলে প্রান।।
তোমারই জয়ের গানে, নীল নভো অঙ্গনে
স্বাধীন কেতন ওড়ে বিজয় রথে।।

নেতার নেতা তুমি বাংলাদেশের ভুমি
ধরে আছে শাশ্বত তোমারই স্মৃতি,
 হাজারো জাতনা সয়ে বজ্রকন্ঠ গেয়ে
শুনিয়ে গেলে ভালবাসার গীতি
সারা পৃথিবী জুড়ে, মানুষের অন্তরে
থাকবে অমোচনীয় স্মরনপটে।।

বাংলাদের বেতার বরিশাল কেন্দ্রের ২৬ মার্চ ২০২০ সালের গীতিনকশার ৩ নং গান
গীতিকার: কামরুন নাহার মুন্নি।
সুর ও শিল্পী: জহুরুল হাসান সোহেল।।

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান