বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ-২০২০, বরিশাল বেতার। ০১
দৃপ্ত শপথে, মুক্তি মন্ত্রে গেয়েছিলে মহা গীতি
হে পিতা তোমায় জানাই সালাম জানাই প্রানের প্রীতি
বজ্রকন্ঠে তুলেছো আওয়াজ স্বাধীনতা সংগ্রাম
প্রান দিয়ে তাই বীর শহিদেরা দিয়ে গেল তারই দাম
ভুলিনি আমরা ভুলবোনা সেই একাত্তরের স্মৃতি।।
দিয়েছো সাহস অভয় আশিস সাড়ে সাতকোাটি প্রানে
বিজয় সূয্য দিয়েছিলো উঁকি তাদেরই আত্মদানে
পরাধীনতার আঁধার রাতের তাই হয়েছিলো ইতি।।
নীল আকাশে মেঘের ভেলা মুজিবকে চায় তারই কোলে।।
জোনাকিরা আলো জ্বালে কৃষ্ণ পক্ষের রাতে
সোনার ধানে সোনা শিশির ঝরে শারদ প্রাতেে
আসবে মুজিব সোনার বাংলায়
উন্নয়নে জোয়ার দেখে হাসবে প্রান খুলে।।
পুস্পে পুস্পে ভরে শাখী ভ্রমর গুঞ্জন করে
বসন্তের ঐ হিমেল হাওয়ায় খুশীর ধারা ঝরে
আসবে মুজিব সোনার বাংলায়
গড় আয় বেড়েছে দেখে উঠবে বুক ফুলে।।
মাঝি মাল্লা ভাটিয়ালী গায় জোয়ার জলের বুকে
দোয়েল শ্যামা শীষ দিয়ে যায় ধ্বণি দিকেদিকে
আসবে মুজিব সোনার বাংলায়
মুজিব মানে স্বাধীন স্বদেশ
হে পিতা তোমায় জানাই সালাম জানাই প্রানের প্রীতি
বজ্রকন্ঠে তুলেছো আওয়াজ স্বাধীনতা সংগ্রাম
প্রান দিয়ে তাই বীর শহিদেরা দিয়ে গেল তারই দাম
ভুলিনি আমরা ভুলবোনা সেই একাত্তরের স্মৃতি।।
দিয়েছো সাহস অভয় আশিস সাড়ে সাতকোাটি প্রানে
বিজয় সূয্য দিয়েছিলো উঁকি তাদেরই আত্মদানে
পরাধীনতার আঁধার রাতের তাই হয়েছিলো ইতি।।
কথা: কামরুন নাহার মুন্নি
শিল্পী: শেখ নাছের জামাল
রেকর্ডিং- ১৬.০২.২০
প্রচার: 08,15.04.20
ঝিলের জলে শাপলা ফোটে ডাকে মুজিব মুজিব বলেনীল আকাশে মেঘের ভেলা মুজিবকে চায় তারই কোলে।।
জোনাকিরা আলো জ্বালে কৃষ্ণ পক্ষের রাতে
সোনার ধানে সোনা শিশির ঝরে শারদ প্রাতেে
আসবে মুজিব সোনার বাংলায়
উন্নয়নে জোয়ার দেখে হাসবে প্রান খুলে।।
পুস্পে পুস্পে ভরে শাখী ভ্রমর গুঞ্জন করে
বসন্তের ঐ হিমেল হাওয়ায় খুশীর ধারা ঝরে
আসবে মুজিব সোনার বাংলায়
গড় আয় বেড়েছে দেখে উঠবে বুক ফুলে।।
মাঝি মাল্লা ভাটিয়ালী গায় জোয়ার জলের বুকে
দোয়েল শ্যামা শীষ দিয়ে যায় ধ্বণি দিকেদিকে
আসবে মুজিব সোনার বাংলায়
শিক্ষার হার বেড়েছে দেখে চলবে হেলে দুলে।।
কথা: প্রদীপ কুমার কর্মকার
শিল্পী: শেখ নাছের জামাল
রেকর্ডিং- ১৬.০২.২০
প্রচার: 8,15.04.20
প্রচার: 8,15.04.20
মুজিব মানে স্বাধীন স্বদেশ
বাঙ্গালীর নয়নের মনি
সারা বিশ্ব পাবেনা খুঁজে
এ অপরূপ সোনার খনি।।
কামার কুমার জেলে তাতী
ছিলো যে সবাই অবহেলিত
ক্ষুধার কস্টে অন্ন জুটতো না
শোষকের হত পদদলিত
এসব দেখে মুজিব এলেন
শোনালেন তার অভয় বানী।।
শ্রমির মজুর মাঝি চাষী
শোষকের যাতাকলে নিস্পেষিত
শিক্ষা চিকিৎসার অধিকার হারিয়ে
শোষন বঞ্চনায় থাকতো তৃষিত
প্রতিকার লাগি মুজিব এলেন
দিলেন স্বাধিকার সবাই জানি।।
কথা: প্রদীপ কুমার কর্মকার
শিল্পী: মৈত্রি ঘরাই
রেকর্ডিং- ১২.০২.২০
প্রচার: 18,25.03.20
প্রচার: 18,25.03.20
দিয়েছো উজাড় করে করেছো
ঋনী
বাংলাকে ভরেছো
ভালোবাসায়
বঞ্চিত প্রান, নিপীড়িত
মন
উন্মুখ ছিলো তাই
তোমারই আশায়।।
জাতির অধিকার স্বাধীন
স্বদেশ
ছিনিয়ে এনেছো তুমি,
হয়ে নিঃশেষ
সয়েছো আঘাত, জেল জুলুম
তবু
বাঙ্গালিকে রেখেছো
নিবিড় ছায়ায়।।
সংগ্রামে উত্তাল, সংকট
ভার
স্বেচ্ছায় পরেছো কন্টক
হার
জাতির জন্য দিলে জীবন
তোমার
দিয়েছো পিতার স্নেহ
গভীর মায়ায়।।
কথা: কামরুন নাহার
মুন্নি
শিল্পী: মৈত্রি ঘরাই
রেকর্ডিং- ১২.০২.২০
প্রচার: 18,25.03.20
প্রচার: 18,25.03.20
Comments
Post a Comment