রক্ত আখরে লেখা বিজয়


রক্ত আখরে লেখা বিজয়
মোদের সংগ্রামী জনতার ঢল
গাঁয়ের মাঠে স্বদেশ ভূইয়ে
প্রেরনার নব কোলাহল।।

লক্ষ প্রানের দানের ফলে
সূর্য্ পেয়েছি হাতে
আশা স্বপনে মন ভরেছি
অন্ধকারে ঢাকা রাতে
সোনালী দিনে ভরেছি গোলা,
তুলেছি সোনার ফসল।।

বীরঙ্গনা মায়ের ছেলে
কিছুতেই করে নাকো ভয়
মরণ জয়ী আত্মদানে
পৃথিবীর মহা বিস্ময়
তাদের হাতে জয় পতাকা
উড়ছে রঙিন ঝলমল।।

গীতিকার: প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস
সুর: জহুরুল হাসান সোহেল 
( বিজয় দিবস ২০১৯ উপলক্ষে বরিশাল বেতারের গীতিনকশার জন্য লেখা ও সুরকরা)

https://www.youtube.com/watch?v=nHZmMMHkjRM

Comments

Popular posts from this blog

তারেক রহমান

গীতিকার সজীব আহমেদের উন্নয়ন মুলক গান সমুহ

পরিবেশ দুষনের গান