এডিস মশায় কামড়ালে ডেঙ্গু জ্বর হয়
এডিস মশায় কামড়ালে ডেঙ্গু জ্বর হয়
জেঙ্গু জ্বর হলে ভাইরে নেই কোন ভয়
চিকিৎসা আর বিশ্রামে ডেঙ্গু জ্বর ভালো হয়।।
ফুলের টবে ডাবের খোশায় দেবোনা পানি জমতে
বাড়ির চারপাশ রাখবো পরিস্কার ভুল করবোনা তাতে
ঘুমাতো হবে মশারি টানিয়ে
দিন-রাত সকল সময়।।
জ্বর হলে ডাক্তার দেখিয়ে রক্ত পরীক্ষা করাবেন
দরকার হলে হাসপাতালে চিকিৎসা নিবেন
সঠিক সময় চিকিৎসা নিলে
ডেঙ্গুতে নেই কোন ভয়।।
এডিস মশায় কামড়ালে ডেঙ্গু জ্বর হয়
সরকার
দিলো ফ্রি চিকিৎসা কোন চিন্তা নয়
শতর্ক
থাকলে ভাইরে ডেঙ্গুতে নেই ভয়।।
বাড়ি
আশপাশ পরিস্কার রাখিবেন নিশ্চয়।
সচেতনতার
বিকল্প আর কিছু নয়।
কথা: সজীব আহম্মেদ
সুর: জহুরুল হাসান সোহেল।
Comments
Post a Comment