Posts

Showing posts from November, 2025

তারেক রহমান

দূর আকাশে ভেসে আসে , মাটির টান ডাকছে তাকে , চোখ ভরা স্বপ্ন নিয়ে , আসবে আবার বাংলার বুকে প্রতিটি প্রাণে - প্রতিটি কন্ঠে - একই সুরে এক নাম -- তারেক রহমান তোমায় চায় এই দেশেরই প্রতিটি প্রাণ ।।   প্রতীক্ষার এই দীর্ঘ রাতে , ভোরের আলো দাও তুমি , বাংলার মাটি ডাকছে তোমায় , ফিরবে প্রিয়জন তুমি। হাজার কণ্ঠেতে এই গান , তাইতো ওঠে ধ্বনি , তোমার অপেক্ষায় অধীর আজ বাংলাদেশের জনগণ ।।   তোমার নামে জাগে আশা , তুমি আপন শোষিতের নতুন আশায় বুক ভরেছ নিপীড়িত মানুষের। আসবে তুমি , আলো হয়ে বাংলার পথে পথে। হৃদয়ের টানে , স্বপ্ন জাগায় আশার শিখা অনির্বাণ ।।     কথাঃ কামরুল আহসান রুমী