বিন্দু মাসী বিন্দু মাসী
বিন্দু মাসী বিন্দু মাসী সিন্ধু সম করছো চুরি আত্মীয় আর স্বজন নিয়া বাড়াইছ নিজের /নিজেদের ভুরি।। আকাশ পাতাল দশটি দিকের যেদিক পান চাই তোমার বাপের ছবি ছাড়া আর কি কেউ নাই?। (৩ বার) বল আর কি ………… নাই। ঘাট খাইছো হাট খাইছো খাইছো মোদের বাড়ি তোমার সঙ্গে আড়ি মাসি তোমার সঙ্গে আড়ি।। এমন ভুল আর কইরো গো থাকবে না কেউ সঙ্গে খেপলে মানুষ পারবা না আর থাকিতে এই বঙ্গে। তুমি …… বঙ্গে। সব ছারিয়া যাইতে হবে মনে রাখিয়ো তাই। দেখবা তখন চারিপাশে বন্ধু কেউ নাই।। কথাঃ নিয়াজ মাহমুদ চন্দ্রদ্বীপ