Posts

Showing posts from July, 2025

কি করে বোঝাই তোমাকে (অমিতা)

 কি করে বোঝাই; কত ভালোবাসি তোমাকে   কাছে এলে মনে হয়  - ছুঁয়ে গেছি এ হৃদয়   দূরে গেলে দুই চোখে, জল আসে দুখে ॥ তোমায় না পেলে কাটে না প্রহর   রাত্রি হয় না ভোর,   একদিন বিরহে মনে না সয়ে   পার হয় যেন বছর।   জানি আমি আনমনে, গুনগুন গানে গানে   ভাবো তুমি শুধু আমাকেই॥ তোমার ফেরার অপেক্ষাতে   ফুল ফোটে সুবাস ছড়ায়   রঙিন ফুলের মোহে মায়ায়   ভ্রমর ভুলোমনে হারায়।   কেউ বলে কানে কানে, মন ছুটে মন পানে   ভালোবাসি শুধু তোমাকে॥