Posts

Showing posts from August, 2021

করোনাকে প্রতিরোধ করবোই আমরা

  করোনাকে প্রতিরোধ করবোই আমরা স্বাস্থ্যবিধি মেনে মেনে অতিমারী ভাইরাস বশ্যতা মানবেই জনতার ভ্যাকসিনেশনে।।   হাঁচি কাশি দিতে হবে সাবধান হয়ে কাপড়ে বা রুমালে অথবা কনুইয়ে ভীড়ে ভরা বর্জন একদম কঠোরতা অবলম্বনে।।   সামাজিক দুরত্ব বজায় রেখে নাকমুখ ভালমত মাস্কে ঢেকে বারে বারে ধুয়ে হাত করোনাকে ‍কুপোকাত করে দেবো অতি সযতনে।।   কথা: ড. গোকুল চন্দ্র বিশ্বাস সুর: সজীব আহমেদ